spot_img

ড. ইউনূসকে মার্চে বেইজিং নিতে আগ্রহী চীন

অবশ্যই পরুন

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চীন আগামী মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে। তিনি ২৭-২৮ মার্চ অনুষ্ঠিতব্য বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। এই ফোরামে এশিয়া ও বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

বেইজিং সফরের সময় চীন বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে মৈত্রী হাসপাতাল স্থাপন এবং চীনে কম খরচে চিকিৎসাসেবা প্রদানের বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

চীন তিস্তা নদীসহ অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনায় আগ্রহী। ২০১৬ সালে সই হওয়া তিস্তা পানি ব্যবস্থাপনার সমঝোতা স্মারক নবায়নের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি, তিব্বতে চীনের মেগা বাঁধ নির্মাণের ফলে ভাটির দেশগুলোর পানির প্রাপ্যতা নিয়ে বাংলাদেশের উদ্বেগও বৈঠকে তোলা হবে।

বাংলাদেশ চীনের কাছে ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামানোর এবং ঋণ সম্পর্কিত ফি বাতিলের আবেদন জানাবে। এছাড়া, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা আরো তিন বছর বাড়ানোর প্রস্তাব থাকবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে তাদের পক্ষে চীনের সমর্থন চাওয়ার বিষয়েও আলোচনা হবে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামী ২১ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে আলোচনা হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে দুই দেশের অর্থনৈতিক, স্বাস্থ্য, পানিসম্পদ এবং বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদী।

সর্বশেষ সংবাদ

অস্ত্র মামলায় খালাস গিয়াস উদ্দিন আল মামুন

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ