spot_img

তিন পুলিশকে ট্রাইব্যুনালে হাজির

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইম হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়ীতে মো. হৃদয় হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) এই তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। একইদিন গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজ ছাত্র মো. হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত।

ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউশনের করা আবেদনের শুনানি হবে আজ।

সর্বশেষ সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, কমবে দায়িত্ব: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, বরং আমলাদের দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ