spot_img

ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশ্যই পরুন

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকে প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা এবং স্টাডি ট্যুরে অংশ নিতে ব্যাংক কর্মকর্তারা তাদের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বিদেশ ভ্রমণ করতে পারবেন। এ জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে আগের নিষেধাজ্ঞা আরোপিত থাকলেও এখন থেকে দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কর্মকর্তারা বিদেশ সফর করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “এর আগে ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা এবং স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য সীমিত অনুমোদন দেওয়া হলেও নতুন নির্দেশনায় এই প্রক্রিয়া সহজ করা হয়েছে।”

এই সিদ্ধান্ত ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নতুন সুযোগ উন্মুক্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

অস্ত্র মামলায় খালাস গিয়াস উদ্দিন আল মামুন

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ