spot_img

এমবাপ্পের জোড়া গোলে পালমাসকে উড়িয়ে শীর্ষে রিয়াল

অবশ্যই পরুন

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে পালমাসকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পালমাসকে আতিথ্য দেয় রিয়াল। নিষেধাজ্ঞা থাকায় ভিনিসিয়ুসকে ছাড়াই খেলতে হয় লস ব্লাঙ্কোসদের। ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেন ডিয়াজ ও রদ্রিগো।

আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদের হার ও বার্সেলোনার ড্রয়ের পরই টেবিল টপার হওয়ার দারুন সুযোগ পায় রিয়াল। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা।

ম্যাচের একদম প্রথম মিনিটেই ফাবিও সিলভার গোলে লিড নেয় পালমাস। তবে, ১৮ মিনিটে রদ্রিগোকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল, স্পট কিকে গোল শোধ দেন কিলিয়ান এমবাপ্পে।

এরপর ৩৩ মিনিটে ব্রাহিম ডিয়াজের পায়ে লিড নেয় রিয়াল। তিন মিনিট পর রদ্রিগোর দেয়া পাসে এমবাপ্পের গোলে ৩-১ এ এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে এমবাপ্পের করা অ্যাসিস্টে গোলের দেখা পান রদ্রিগো। তাতেই ৪-১ গোলের লিড পায় রিয়াল। ৬২ মিনিটে ভাস্কেসকে ফাউল করে লাল কার্ড দেখে রামিরেস মাঠ ছাড়লে দশ জনের দলের পরিণত হয় পালমাস।

এরপর আর গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ এর জয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। আর তাতেই অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে এখন ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আনচেলত্তি শিষ্যরা। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।

সর্বশেষ সংবাদ

এবারের আসরে দ্বিতীয় জয় পেল ঢাকা

১৬ ওভার শেষেই মনে হয়েছিল দ্বিতীয় জয়টা পেতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। ১৬ ওভার শেষে সিলেট সিক্সার্সের রান ১৩২। নিজেদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ