spot_img

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

অবশ্যই পরুন

ঘরের মাঠে এবার ফরচুন বরিশালের কাছে হার চট্টগ্রাম কিংসের। ব্যাট হাতে ব্যর্থতার মাসুল দিতে হলো বড় ব্যবধানে হেরে। ৩.১ ওভার হাতে রেখে বরিশালের জয় ৬ উইকেট হাতে রেখে।

রোববার দিনের প্রথম ম্যাচে ৮ উইকেটে ১২১ রান তুলে চট্টগ্রাম কিংস। জবাবে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালেও ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তেই রিপন মন্ডল ও ফাহিম আশরাফের তোপে মাত্র ৩৯ রানে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। উসমান খানের ১৯ বাদে আর কেউ পারেননি দুই অংকের ঘরে যেতে।

৫৬ রানের মাথায় আলিস আল ইসলাম ফেরার পর আরাফাত সানির সাথে ২১ রানের জুটি গড়েন মোহাম্মদ মিথুন। ধীরস্থিরে এগোতে থাকলেও তানভীর তাকে বড় ভূমিকা রাখতে দেননি। ৩৪ বলে ৩৫ রান করে ফেরেন মিথুন।

শেষ দিকে খালেদ আহমেদের ৯ ও শরিফুল ইসলামের ৫ রান গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। আরাফাত সানি অপরাজিত থাকেন ৩৪ বলে ২৭ করে। ৩টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল। জোড়া উইকেট নেন তানভির।

জবাব দিতে নেমে চাপে পড়ে যায় বরিশালও। ৯.৩ ওভারে মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারায় তারা। তামিম ইকবাল ১৪ বলে ৮ করে রান আউট হন। তাওহীদ হৃদয় ১, মুশফিকুর রহিম ১১ ও মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ১৬ করে।

তবে ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে বরিশাল। ২১ বলে ২৬ রানে অপরাজিতা থাকেন মোহাম্মদ নাবি। খালদ নেন ২ উইকেট।

সর্বশেষ সংবাদ

রানওয়ে থেকে ছিটকে বিমান পড়লো সাগরে, দুইজনের মরদেহ উদ্ধার

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা বিমানবন্দরের গ্রাউন্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ