বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে আবেগঘন ফুটবল-সম্পর্ককে বাণিজ্য সহযোগিতার রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (১৯ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশিদের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে একটি আবেগঘন সম্পর্ক রয়েছে। এর ভিত্তি তৈরি হয়েছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রে প্রসারিত করতে পারি।
প্রধান উপদেষ্টা আর্জেন্টিনাকে বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন অথবা যৌথভাবে বিনিয়োগের মাধ্যমে তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করার আহ্বান জানান। এ ছাড়া জ্বালানি সহযোগিতার ক্ষেত্রেও সম্ভাবনা অনুসন্ধানের কথা বলেন।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত সেসা জানান, দুই দেশের মধ্যে অনেক সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র রয়েছে যা এখনো অনাবিষ্কৃত। তিনি বাংলাদেশকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে দূতাবাস খোলার অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের মধ্যে যে ইতিবাচক অনুভূতি রয়েছে, তা দুই দেশের কল্যাণে কাজে লাগানো যেতে পারে।
রাষ্ট্রদূত জানান, বর্তমানে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার, যা আর্জেন্টিনার অনুকূলে রয়েছে। তিনি বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্য ভারসাম্য বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।
আর্জেন্টিনা বর্তমানে বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা এবং কাঁচা তুলাসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে আর্জেন্টিনা বছরে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক সামগ্রী আমদানি করে।
রাষ্ট্রদূত তুলা, যৌথ বিনিয়োগ, ওষুধ, টেক্সটাইল, ফুটবল (নারী ফুটবলসহ) সহযোগিতা, মাইক্রোক্রেডিট, বাণিজ্য প্রতিনিধিদল, এলএনজি, ধানের রোগ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেন।
বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।