spot_img

লেবানন থেকে ফিরলেন আরো ৪৭ বাংলাদেশী

অবশ্যই পরুন

যুদ্ধবিধস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ৪৭ প্রবাসী। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশীদের খোঁজ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এখন পর্যন্ত একজন বাংলাদেশী বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১৯ ফ্লাইটে সর্বমোট এক হাজার ২৪৬ জন বাংলাদেশীকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

প্রযুক্তিতে বিল গেটসের যেসব ভবিষ্যদ্বাণী আজ সত্য

প্রযুক্তি জগতে বিল গেটসের নাম শুধু একজন উদ্ভাবক ও উদ্যোক্তার জন্যই নয়, বরং ভবিষ্যতের অসাধারণ দৃষ্টিভঙ্গির জন্যও স্মরণীয়। ১৯৯৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ