spot_img

আহত সাইফকে নিয়ে যা বললেন কারিনা

অবশ্যই পরুন

অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলি খানকে। গতকাল বুধবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তরা হামলা চালায় সাইফের ওপর। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত তিনি। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাইফ খানের স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর খান।

কারিনার টিমের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, হাতে আঘাত পেয়েছেন সাইফ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন ও চিকিৎসা চলছে। আমাদের পরিবার নিরাপদে রয়েছে।

কারিনার পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও জানানো হয়, গণমাধ্যম ও ভক্তদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। সাইফের প্রতি আপনাদের উদ্বেগ, ভালোবাসার জন্য ধন্যবাদ।

বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তকারীরা। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশেই এই হানা। দুর্বৃত্তকারীরা সাইফকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়।

বান্দ্রার সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ।

সর্বশেষ সংবাদ

এইচএমপিভি নিয়ে ৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ

দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এই অবস্থায় ভাইরাস থেকে বাঁচতে ছয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ