spot_img

আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

অবশ্যই পরুন

নয়াদিল্লির রাইসিনা হিলে ভারতীয় সেনাপ্রধানের কার্যালয় থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি সরিয়ে ফেলার বিষয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমবারের মতো মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া বক্তব্যে জেনারেল দ্বিবেদী বলেন, নতুন প্রজন্মের সেনাদের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যালয়ে নতুন প্রতীক স্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জে থাকা ঐতিহাসিক ছবিটি গেল ডিসেম্বর মাসে রক্ষণাবেক্ষণের জন্য নামানো হয়। তবে পরে সেটি আর ফিরিয়ে আনা হয়নি। পরিবর্তে ‘করম ক্ষেত্র’ নামে নতুন একটি চিত্রকর্ম স্থাপন করা হয়। পুরোনো ছবিটি এখন মানেকশ কনভেনশন সেন্টারে স্থান পেয়েছে।

জেনারেল দ্বিবেদী বলেন, “ভারতের ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে—ব্রিটিশ যুগ, মুঘল যুগ এবং তার আগের যুগ। নতুন প্রতীক আমাদের ইতিহাস এবং সেনাবাহিনীর লক্ষ্য সংযুক্ত করে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের সেনাদের উদ্দীপনা ও মূল্যবোধের প্রতিফলন ঘটাতে করম ক্ষেত্র নামে নতুন এই চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। এটি ২৮ মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকবের তৈরি, যা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

‘করম ক্ষেত্র’ নামের চিত্রকর্মটি সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী জানায়, এর অর্থ ‘কর্মের ক্ষেত্র’, যা বাহিনীর মূলনীতিগুলোর প্রতীক। এটি সেনাবাহিনীর ক্রমাগত উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতির মূল্যবোধ রক্ষায় তাদের অঙ্গীকারকে তুলে ধরে।

উত্তর ফ্রন্ট থেকে আসা বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে সেনাপ্রধান বলেন, “বর্তমান বাস্তবতার ভিত্তিতেই নতুন প্রতীক ও চিত্রকর্ম স্থাপিত হয়েছে।”

তবে সাবেক সেনা কর্মকর্তারা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের দাবি, ঐতিহাসিক ছবিটি শুধু ভারতীয় সেনাবাহিনীর নয়, বরং পুরো জাতির গৌরবময় অর্জনের স্মারক।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের দুর্দান্ত জয়

মালয়েশিয়ায় শনিবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটিতে মাঠে নামার আগে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ