spot_img

বিদায়বেলায় বিক্ষোভের মুখে বাইডেন

অবশ্যই পরুন

ক্ষমতা হস্তান্তরের মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিলো বিক্ষোভকারীরা। দেশটির পররাষ্ট্র দপ্তরে ভাষণ দিতে যাওয়ার পথে তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে দেখে রক্ত সদৃশ তরল পদার্থ ঢেলে বিক্ষোভকারীরা বলেন, হাজারো ফিলিস্তিনিকে হত্যার জন্য বাইডেন দায়ী।

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে হয় বিক্ষোভ। এর মধ্যেই পররাষ্ট্র নীতি নিয়ে সবশেষ ভাষণ দিতে আসেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। উপত্যকার কোথাও নেই নিরাপদ জায়গা। এ পর্যন্ত প্রাণ গেছে ৪৬ হাজারের বেশি মানুষের। এর দায় জো বাইডেনকে নিতে হবে। কারণ, তার প্রশাসন অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরাইলকে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছে।

পরে পররাষ্ট্র নীতি নিয়ে ভাষণ দেন বাইডেন। জানান, ২০ জানুয়ারি তার হোয়াইট হাউজ ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

বিদায়ী প্রেসিডেন্টের দাবি, তার প্রশাসনের চার বছরে দুর্বল হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া-ইরান। আর আগের তুলনায় শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্র।

সবশেষে বাইডেন তার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রচেষ্টায় বিশ্বে এ পর্যন্ত ১০ হাজার কোটি ডলারের অনুদান পৌঁছেছে সরকারি ও বেসরকারি খাতে। এতে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমাতে সাহায্য হচ্ছে।

সর্বশেষ সংবাদ

উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ

গত বছরে বাংলাদেশ দলের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। যার পুরস্কারও...

এই বিভাগের অন্যান্য সংবাদ