spot_img

নির্বাচন কমিশনে বসে অফিস করবেন জাতিসংঘের গোয়েন লুইস

অবশ্যই পরুন

নির্বাচন কমিশন জাতিসংঘের কাছে সহযোগিতা চাওয়ায় নির্বাচন কমিশন (ইসিতে) বসে অফিস করবেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাতীয় নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দিতে কমিশনের অনুরোধের প্রেক্ষিতে তিনি ইসিতে অফিস করবেন বলে জানান।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দল শুরুতে সিইসি পরে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে লুইস জানান, জাতীয় নির্বাচনে ইউএন অবসারভার পাঠাবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ীই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আখতার আরও বলেন, ইউএনডিপির কাছে হার্ডওয়ার ও সফটওয়ারের বিষয়ক টেকনিক্যাল ও প্রশিক্ষণ বিষয়ক সাপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ইউএনডিপির সদস্যরা ১০ দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবার আসবেন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

এগিয়ে থেকেও জিততে পারল না সিটি, পিছিয়ে পড়েও লিভারপুলের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মূহুর্তের গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার সিটির। ফিল ফোডেনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ