spot_img

বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি

কিছুদিন আগে দল গড়া নিয়ে এক বিব্রতকর অবস্থায় পড়েছিল বার্সেলোনা। দানি ওলমো ও পাউ ভিক্টরের মতো তারকা ফুটবলারদের নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ