spot_img

জবির প্রধান ফটকে তালা,’কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

অবশ্যই পরুন

তিন দফা দাবি আদায়ে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তালা লাগানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনেও। ঘোষণা করা হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা লাগিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন অনশনরত শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে রোববার সকাল থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী। এরই মধ্যে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এদিকে, দুপুরে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের সাতে একাত্মতা ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

পরে কোষাধ্যক্ষ জানান, বুধবার সকালে সংশ্লিষ্টদের সাথে যৌথ সভায় সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। অনশন কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভাগ্যের ফেরে পেট্রল পাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সহ-অভিনেতা!

বলিউডের ঐশ্বরিয়া, শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন। একের পর এক সুপারহিট সিনেমায় দাপুটে অভিনয়। রজনীকান্ত এবং কমল হাসানের মতো অভিনেতারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ