spot_img

কমেছে শীতের অনুভূতি, বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

অবশ্যই পরুন

কুয়াশা ভেদ করে সকাল থেকেই আকাশে ঝলমলে রোদ। এতে শীতের অনুভূতিও কমেছে। যদিও রাজধানীসহ সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্তই দাপটে থাকছে কুয়াশা। তাপমাত্রার পারদ বেড়ে জনজীবনে যখন কিছুটা স্বস্তি নেমে এসেছে, তখন আগামী ২৪ ঘণ্টায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ জানুয়ারি) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জানুয়ারির মাঝামাঝি সময়ে এসে শীতের দাপট কিছুটা কমলেও এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে আগেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে দেশের ১০ জেলায় এক দফায় শৈত্যপ্রবাহ হানা দিয়ে বিদায় নিয়েছে। তবে পুরো মাসজুড়েই থাকবে শীত। এছাড়া বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ