আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেকের আগেই গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে আগামী ১০ দিনের মধ্যে গাজায় শত্রুতার অবসান এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি চুক্তি করার সম্ভাবনা রয়েছে। তবে এটি করতে আমাদের সামনে আরো কাঠখড় পোড়াতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা ব্রেট ম্যাকগার্কের কথা উল্লেখ করে জন কিরবি বলেন, তিনি এখনো (চুক্তির জন্য) খুব কঠোর পরিশ্রম করছেন।
তিনি মনে করেন, তাৎক্ষণিকভাবে চুক্তি সম্পন্ন করার জন্য প্রেসিডেন্ট বাইডেনের শক্তিশালী অনুভূতি রয়েছে।আমরা বিশ্বাস করি এটি সম্ভব। তবে অতিরিক্ত আপস এবং কিছু কঠোর পরিশ্রম ছাড়া এটি সম্ভব হবে না।
গত শুক্রবার একটি ইসরায়েলি প্রতিনিধি দল কাতার ও মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে দোহায় পৌঁছেছে। সেখানে আছেন বাইডেনের প্রতিনিধিও। তাদের লক্ষ্য- বন্দী বিনিময় চূড়ান্ত করা এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা।
এক বছরেরও বেশি সময় ধরে হামাস একটি চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি জানিয়ে আসছে। এমনকি ২০২৪ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি প্রস্তাবে সম্মতও হয়েছে তারা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সেনা প্রত্যাহার করতে অস্বীকার করেন। তিনি নতুন শর্ত আরোপ করে চুক্তি থেকে সরে যান। অন্যদিকে হামাস শত্রুতা সম্পূর্ণ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের উপর জোর দেয়।
তথ্যসূত্র: ডেইলি সাবাহ