রাজস্থানের ঐতিহ্যবাহী আজমীর শরীফ দরগায় শাহরুখ খানের জুমার নামাজ আদায়ের অভিজ্ঞতা এক রোমাঞ্চকর গল্প। আইপিএল শুরুর কয়েক বছর আগে শাহরুখ খান রাজস্থানে আসেন এবং সেখানে আজমীর শরীফ দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে তার উপস্থিতি জানাজানি হতেই ঘটনার মোড় নেয় অন্যদিকে।
শাহরুখের আসার খবরে দরগায় জুমার নামাজ উপলক্ষে উপস্থিত থাকা ১০-১৫ হাজার মানুষের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামলাতে গিয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা ইউসুফ ইব্রাহিম ও দলের বাকি সদস্যরা চরম ব্যস্ত হয়ে পড়েন।
ইউসুফ একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দরগায় পৌঁছানোর পর তারা বুঝতে পারেন, দিনটি ভীষণ ব্যস্ত এবং ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ।
তিনি বলেন, মানুষের ঢল এতটাই বেশি ছিল যে ধাক্কা খেতে খেতে দরগায় প্রবেশ করতে হয়েছিল।
ভক্তদের উচ্ছ্বাস নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কিন্তু এমন জটিল পরিস্থিতিতেও শাহরুখ মাথা ঠান্ডা রেখে ভক্তদের প্রতি তার সহানুভূতি দেখান।
নিরাপত্তারক্ষীর ভূমিকা পালনকারী ইউসুফ ইব্রাহিম বলেন, ‘তিনি সবসময় এমন পরিস্থিতি খুব শান্তভাবে সামলান।
উন্মাদনাকে তিনি ভুল হিসেবে দেখেন না। বরং এটাকে ভক্তদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করেন।
সেদিনের ঘটনাটি ইউসুফ ইব্রাহিমের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, মানুষের ভিড় সামলে শাহরুখ স্যারকে সুরক্ষিত রাখার সেই দিনটি আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা।