spot_img

একসঙ্গে জাতীয়-স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

অবশ্যই পরুন

জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের একমাত্র মূল লক্ষ্যই জাতীয় নির্বাচন করা।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে ১৪তম কমিশনের ২য় সভা শেষে তিনি এসব জানান।

ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনে ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়। কিন্তু সরকার যদি চায়, তবে জাতীয় নির্বাচন করা পর পর স্থানীয় নির্বাচন করা যেতে পারে।

এছাড়া এনআইডি (জাতীয় পরিচয়পত্র) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে ২০২৩ সালে করা সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন মো. সানাউল্লাহ।

সর্বশেষ সংবাদ

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ