spot_img

গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৮

অবশ্যই পরুন

উত্তর গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর গাজায় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়দানকারী স্কুলটিতে ইসরায়েল এ বিমান হামলা চালায় বলে জানান ফিলিস্তিনি চিকিৎসকরা। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ার হালাওয়া স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আরো ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি ড্রোন স্কুলের একটি রুমে আঘাত হানার ফলে ব্যাপক হতাহত হয়।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হামাস সদস্যরা স্কুল থেকে তাদের প্রতিরোধ পরিচালনা করে আসছিল। তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

উল্লেখ্য, চলমান যুদ্ধ গাজার বেসামরিক জনগণকে বিধ্বস্ত করেছে। গণহত্যায় ৪৬ হাজার ৫শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিভাগই নারী ও শিশু।

সর্বশেষ সংবাদ

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিমানটি বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ