spot_img

১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দিবে শ্রম সংস্কার কমিশন

অবশ্যই পরুন

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও প্রস্তাবনা জমা দেওয়া হবে। এ লক্ষ্যে জোরেশোরে কাজ চলছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জানানো হয়, কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০টি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের মৌলিক অধিকার সুরক্ষা এবং শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন কাজ করছে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে সুপারিশমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, শ্রম আইন সংশোধন, শ্রম বিরোধ নিষ্পত্তি, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের মৌলিক অধিকার সুরক্ষায় কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ১০ সদস্যবিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনকে ৯০ দিনের মধ্যে সুপারিশমালা জমা দিতে হবে।

সৈয়দ সুলতান উদ্দিন বলেন, “শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের মতামত নেওয়া হচ্ছে। এজন্য দেশের সর্বস্তরের শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময়সভা করা হচ্ছে।”

কমিশনের সদস্য সাকিল আখতার চৌধুরী জানিয়েছেন, কমিশন প্রধানের সভাপতিত্বে বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিউটি পার্লার খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে কমিশনকে অবহিত করা হয়।

সুপারিশমালা প্রণয়নে সবার মতামতকে প্রাধান্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিশন প্রধান।

সর্বশেষ সংবাদ

অনিশ্চয়তার মুখে রামগড় স্থল বন্দরের কার্যক্রম : নৌ-পরিবহন উপদেষ্টা

‘চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে রামগড় স্থলবন্দর হয়ে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য বহনের জন্য মূলত নির্মিত হয়েছে রামগড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ