spot_img

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না প্রশ্নে যা বললেন সিইসি

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জনাবে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি আমরা। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।

এক প্রশ্নের উত্তরে সিইসি আরও বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কি না সময় আসলে দেখা যাবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। সে জন্য কাজ করছি আমরা।

সর্বশেষ সংবাদ

আরএসএফের বর্বরতা: পালানো পথেই ধর্ষণের শিকার ৩২ কিশোরী

সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশের থেকে পালিয়ে আসা কিশোরীদের ওপর মাত্র এক সপ্তাহে ৩২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে দেশটির একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ