spot_img

পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন ট্রাম্প

অবশ্যই পরুন

পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় সাজা হিসেবে ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জানুয়ারি) বিচারক হুয়ান মার্চান নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এ রায় দেন। খবর রয়টার্সের।

এই মামলায় এমনকি জেল-জরিমানা থেকেও রেহাই দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে, পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায়, ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করেন নিউইয়র্ক হাইকোর্ট। মামলার প্রায় ৬ বছর পর এলো নজিরবিহীন এ রায়।

আদালতের রায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির পদের ওপর কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই একমাত্র আইনসঙ্গত শাস্তি এই রায়। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পর্ন তারকাকে ঘুষ দেয়ার তথ্য গোপন রাখেন ডোনাল্ড ট্রাম্প। পরে, ২০২৩ সালে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।

উল্লেখ্য, ২০ জানুয়ারি শপথ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করলো মার্কিন আদালত।

সর্বশেষ সংবাদ

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। আজ শনিবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। মার্কিন দূতাবাস সূত্রে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ