বলিউডের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা ফারহান আখতারকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেই হঠাৎ রটে যায় প্রথম সন্তান আসতে চলেছে শিবানি দান্ডেকর ও ফারহান আখতারের ঘরে। এরপরই ভক্তরা শুভেচ্ছা জানান এই তারকা দম্পতিকে।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে শিবানী মা হতে চলেছে এবং বছরের শেষের দিকে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত ফারহান। সেই খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে মুখ খুললেন শাবানা আজমি।
বৃহস্পতিবারই ৫১ বছরে পা রাখলেন অভিনেতা। তাই কি সকাল সকাল ভাগ করে নিলেন এই সুসংবাদ? আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়, পুরোটাই গুজব। শিবানী মোটেও মা হচ্ছেন না, অন্তত এমনটাই দাবি করলেন শাশুড়ি শাবানা আজমি।
হানি ইরানিকে ডিভোর্স দেয়ার পর, শাবানাকে বিয়ে করেন ফারহানের বাবা জাভেদ আখতার। এবার শাবানা আজমি ফারহানের প্রসঙ্গ টেনে বলেন, নেট দুনিয়াতে যেসব খবর রটেছে এগুলো সত্যতা নেই। না জেনেই সংবাদগুলো প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন শিবানি ও ফারহান। এর আগে ২০০০ সালে হেয়ারস্টাইলিস্ট আধুনা ভবানিকে বিয়ে করেছিলেন অভিনেতা। সেই সংসারে তার দুই সন্তান শাক্য আখতার ও আকিরা আখতার রয়েছে।