spot_img

সবার সহযোগিতা থাকলে সব ধরনের সংস্কার সম্ভব: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

অবশ্যই পরুন

দেশের কেউ যেনো নিজেকে বঞ্চিত মনে না করেন জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এদেশে সবাই সমান।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বৌদ্ধদের জন্য বরাদ্দ করা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার করা সম্ভব হবে।

একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরুলেও বৌদ্ধদের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করেছে।

সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের ২৩ কাঠা জমিতে নির্মিত হবে শেষকৃত্যের জন্য নির্ধারিত স্থান।

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর...

এই বিভাগের অন্যান্য সংবাদ