spot_img

নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর

অবশ্যই পরুন

আল নাসর ধুঁকলেও পারফরম্যান্স ধরে রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরব প্রো লিগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে আল ওখদুদকে ৩-১ গোলে হারিয়েছে তার দল।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটে আল ওখদুদ এগিয়ে যায়। স্যাভিয়র গাডউইন তাদের এগিয়ে নেন। সমতায় ফিরতে আল নাসর অবশ্য খুব বেশি সময় নেয়নি। ২৯তম মিনিটে তাদের সমতায় ফেরান সাদও মানে। সতীর্থের হেডে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন সাবেক এই লিভারপুল তারকা।

৪২তম মিনিটে গোল করেন রোনালদো। বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আসরের প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা। বিরতির পর হেডে গোল করেন মানে।

এ জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে আল-হিলাল দুইয়ে।

সর্বশেষ সংবাদ

আবারো থমথমে মধ্যপ্রাচ্য, রকেট হামলা ইরাকে

মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত হলেও আবার পরিস্থিতি থমথমে হচ্ছে সময়ে সময়ে। উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ