spot_img

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অবশ্যই পরুন

যুদ্ধবিরতি এবং বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে ইসরাইল ও হামাস। বুধবার প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এ কথা বলেন।

এ সময় ব্লিঙ্কেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী, আমাদের হাতে যে সময় আছে তার মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাতে পারব।’

তিনি জানান, যদি ইসরাইল ও হামাস কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা সেই চুক্তিটি করতে পারব – এবং আমরা এটি অর্জন করবই – তখন এটি প্রেসিডেন্ট বাইডেন মে মাসে বিশ্বের সামনে যে পরিকল্পনাটি রেখেছিলেন তার ভিত্তিতে হবে।’

তিনি আরো জানান, বন্দী ও যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তা, তার প্রশাসন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য পরিমাণে কাজ করেছে।

মার্কিন শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘আরো বিস্তৃতভাবে বলতে গেলে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জন্য রূপান্তরমূলক ব্যবস্থায় আমরা কাজ করেছি এবং বিনিয়োগ করেছি। তাই গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের জন্য এগিয়ে যাওয়ার পথে সমঝোতার সুযোগ পেলে আমরা সবকিছুই করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘সেখানে অসাধারণ সুযোগ রয়েছে।’

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের শেষ আন্তর্জাতিক সফর।

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে শূন্যতার অবসান ঘটিয়ে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ