spot_img

সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ

অবশ্যই পরুন

সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। মানবিক সহায়তা প্রদান এবং দেশকে পুনরুদ্ধারে অসহযোগিতার অভিযোগে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল এই জোট। বুধবার (৮ জানুয়ারি) ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট এই কথা জানান।

বাশার আল আসাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মানবিক সহায়তার প্রবাহ চালু করার চেষ্টা করেছিল। তার পতনের পর গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ছয় মাসের জন্য সিরিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নও শিগগির যুক্তরাষ্ট্রের মতো এমন সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। তবে কবে নাগাদ প্রত্যাহার করা হবে, সেটি তিনি নির্দিষ্ট করে বলেননি। এতটুকু বলেছেন, সিরিয়ার উপর রাজনৈতিক যেসব নিষেধাজ্ঞা আছে, সেগুলো আগামীর ক্ষমতাসীন সরকারের পলিসির উপর ভিত্তি করে বিবেচনা করা হবে।

সূত্র : আরব নিউজ

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ