spot_img

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

অবশ্যই পরুন

‘এমপিও নীতিমালা ২০২১’ বাতিল করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছে নন- এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ। আজ বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে, একই পাঠক্রমে পাঠদানকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি সুবিধা ভোগ করছেন। এই বৈষম্য শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সংগঠনের নেতারা ফ্যাসিস্ট সরকারের প্রণীত এমপিও নীতিমালা ২০২১ বাতিলের দাবি জানান এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার আহ্বান জানান তারা।

তারা বলেন, স্বীকৃতিই এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড হওয়া উচিত। বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু নন-এমপিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষক আর্থিক সংকটে দিনমজুরি কিংবা অটোচালনার মতো পেশায় যুক্ত হচ্ছেন। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন।

নেতারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৭ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সংগঠনটির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মজনু মোহাম্মদ প্রামাণিক, সহ-সভাপতি আবু বক্কর মো. এরশাদুল হক, অধ্যক্ষ পল্লব কুমার, অধ্যক্ষ সায়েম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ