spot_img

ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে পিটিয়েছে বাংলাদেশ: মমতা

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন যে ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে পিটিয়েছে বাংলাদেশ। এসময় তিনি বলেন, বাংলাদেশি মৎস্যজীবীদের আমরা চিকিৎসা দিয়েছি। সোমবার (৬ জানুয়ারি) ভারতে ফেরা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

এসময় মমতা বলেন, পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের মৎস্যজীবীরা। সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন। কয়েকজনকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সবাই নয়, আমি বললাম খুঁড়িয়ে হাঁটছেন কেন? প্রথমে তারা বলতে চাননি। জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিলো। তাদের মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে। কয়েকজনের কোমর থেকে পা পর্যন্ত চোট। জামাকাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না।

এসময় মমতা উল্লেখ করেন, আমরা মানা করবো আপনারা কখনো আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ না উঠলে উঠবে। জীবন থাকলে অনেক মাছ পাবেন। এই যে দুমাস জেলে ছিলেন, পরিবারের কষ্ট হয়নি? মাস খানেক আগে বাংলাদেশি ট্রলার আমাদের এখানে চলে এসেছিলো। তাদের আমরা ভালো করে রেখেছিলাম। তাদের চিকিত্সা করেছিলাম। তাদের ফেরতও দিয়েছি। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক আমরা চাই। ওদের ট্রলার আটকে ছিলো, আমরা সাহায্য করলাম। যাতে দেশের কোনও বদনাম না হয়। আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিলাম।

নিজেরাও কথা বলেছিলাম। রোজ আমরা খবর রাখতাম। তার পরেই দুদেশের মধ্যে একটা আদানপ্রদান হয়। বাংলাদেশের যারা ছিল তাদের আমরা হ্যান্ডওভার করে দিই। ওরাও আমাদের মৎস্যজীবীদের ফেরত দেয়।

উল্লেখ্য, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশের ৯০ জেলে দেশে ফিরেছেন। এসময় ভারতে ফিরে গেছেন ৯৫ জেলে।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ