spot_img

বাবা-মাকে স্থায়ী বাসিন্দা করার ভিসা বন্ধ করছে কানাডা

অবশ্যই পরুন

কানাডা সরকার সাময়িকভাবে বাবা-মা-দাদা-দাদিকে স্থায়ী বাসিন্দা (পিআর) করার আবেদন গ্রহণ বন্ধ করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এক ঘোষণায় জানিয়েছে, নতুন কোনো আবেদন আপাতত গ্রহণ করা হবে না। তবে ২০২৪ সালের আগে জমা দেওয়া আবেদনগুলো প্রক্রিয়াকরণের কাজ চলবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কানাডার এই পদক্ষেপে বহু বাংলাদেশি ও ভারতীয় পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কয়েক দশক ধরে বহুল জনপ্রিয় এই কর্মসূচির আওতায় কানাডার স্থায়ী বাসিন্দারা বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে বসবাসের জন্য স্পনসর করতে পারতেন। নতুন এই নিষেধাজ্ঞার ফলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

কয়েক দশক ধরে কানাডার স্থায়ী বাসিন্দারা বাবা-মা ও দাদা-দাদিকে পিজিপি (Parent and Grandparent Program) কর্মসূচির মাধ্যমে স্থায়ী বাসিন্দা (পিআর) হিসেবে কানাডায় নিয়ে আসার সুযোগ পেতেন। তবে বহুল জনপ্রিয় এই কর্মসূচি আপাতত বন্ধ হয়ে গেছে।

আইআরসিসি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নতুন কোনো পিআর আবেদন জমা দেওয়া যাবে না। তবে এখন থেকে অভিবাসন প্রক্রিয়ায় সুপার ভিসা কর্মসূচিকে বিকল্প হিসেবে বিবেচনা করা হবে।

সুপার ভিসার আওতায় স্থায়ী বাসিন্দাদের বাবা-মা ও দাদা-দাদি টানা পাঁচ বছর পর্যন্ত কানাডায় বসবাসের অনুমতি পাবেন।

কানাডার সংবাদমাধ্যম কানাডা গ্যাজেট জানায়, অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণে চলতি বছরের মাঝামাঝি সময়েই প্রায় ১২ লাখ অস্থায়ী বাসিন্দা দেশ ছাড়তে বাধ্য হন। পাশাপাশি বার্ষিক পিআর কোটা কমিয়ে ৫ লাখ থেকে ৩ লাখ ৯৫ হাজার করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে এই সংখ্যা আরও কমিয়ে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, অভিবাসনের ওপর এই বিধিনিষেধ কানাডায় বসবাসরত অভিবাসী পরিবারের জন্য দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ সংবাদ

রজব থেকেই হোক রমজানের প্রস্তুতি

চলছে রজব মাস। পরম পুণ্যের মাস রমজান নিকটবর্তী হচ্ছে তারই অগ্রিম আগমনী বার্তা দিচ্ছে।হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব,তারপর শাবান...

এই বিভাগের অন্যান্য সংবাদ