spot_img

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী

অবশ্যই পরুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী তোমিকো ইতোকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। জাপানি এই নারী দেশটির দক্ষিণাঞ্চলে আশিয়া শহরে বসবাস করতেন।

শনিবার তার মৃত্যুর খবর জানিয়েছে ওই শহরের মেয়র রিওসুকে তাকাশিমা।

এক বিবৃতিতে মেয়র বলেছেন, গত ২৯ ডিসেম্বর আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তোমিকো ইতোকার। ২০১৯ সাল থেকে সেখানে বসবাস করছিলেন তিনি। তোমিকোর চার সন্তান ও পাঁচজন নাতি-নাতনি রয়েছেন।

তোমিকো ইতোকার জন্ম আশিয়ার কাছে জাপানের বাণিজ্যিক শহর ওসাকায়, ১৯০৮ সালের ২৩ মে।

ইতোকা দুটি বিশ্বযুদ্ধ, মহামারী ও প্রযুক্তিগত বিপ্লবের মতো অনেক ঐতিহাসিক ঘটনা পেরিয়ে এসেছেন।

জাপানের নারীরা সাধারণত দীর্ঘায়ু লাভ করেন। তবে দেশটি এখন ভয়াবহ জনসংখ্যাগত সঙ্কটের মুখে রয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ও কল্যাণ খাতে ব্যয়ের চাপ বাড়ছে। কিন্তু সঙ্কুচিত শ্রমশক্তি তা মেটাতে হিমশিম খাচ্ছে।
সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বন্দুকের গুলিতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। তারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ