spot_img

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ কেও হারিয়ে দিল যে সিনেমা

অবশ্যই পরুন

২০২৪ সালে নতুন দৃষ্টান্ত গড়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা-২: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই সিনেমাটি। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। এরপর হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে ব্যবসা করেছে অমর কৌশিকের ‘স্ত্রী ২’। কিন্তু যদি বলা হয় মুনাফার বিচারে গত বছরের সবচেয়ে সফল ভারতীয় সিনেমা কোনটি?

বড় বাজেটের কোনো সিনেমা নয়, এ ছবিটির বাজেট ছিল মাত্র তিন কোটি রুপি। তা সত্ত্বেও এটি বড় বাজেটের তারকাবহুল সব সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে। কোন সিনেমা এটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মালয়ালম সিনেমা ‘প্রেমালু’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে তেমন আলোচনা ছিল না। রোমান্টিক সিনেমাটির পাত্র–পাত্রীরা সব নতুন, ফলে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না। কিন্তু মুক্তির পর রীতিমতো বক্স অফিসে ঝড় তোলে, তরুণদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় গিরিশ এ ডির সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেমালু’ হয়ে ওঠে বহুল চর্চিত এক নাম।

মাত্র তিন কোটি রুপি বাজেটে নির্মিত ‘প্রেমালু’ বক্স অফিসে ১৩৬ কোটি রুপি ব্যবসা করে। বাজেটের ৪৫ গুণ মুনাফা করেছে সিনেমাটি। যা পারেনি অন্য কোনো ছবি। তাই মুনাফার বিচারে ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’-এর মতো বড় সিনেমাকে পেছনে ফেলেছে ছবি।

‘প্রেমালু’ সিনেমা অভিনয় করেন নাসলেন ও মমিতা বৈজু। মুক্তির পর এ দুজন রীতিমতো তারকা হয়ে উঠেছেন। অভিনয়শিল্পীরা কেউ সেভাবে পরিচিত না হলেও ছবির অন্যতম প্রযোজক মালয়ালম তারকা ফাহাদ ফাসিল।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ