spot_img

ঢাকার প্রথম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

অবশ্যই পরুন

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।  এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে।

বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স।

ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

নুরুল হাসান সোহানের দল আসরের ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ‍নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২ ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স। যারা ঢাকা পর্বের শেষ ম্যাচে তারকাবহুল ঢাকা ক্যাপিটালসে ২০ রানে পরাজিত করেছে। টেবিলের তিনে রয়েছে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস। সমান ম্যাচ সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তিন ম্যাচ থেকে ২ হার ও এক জয় থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট শূণ্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।

এদিকে ঢাকা পর্বে শেষ হওয়া ৮ ম্যাচে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৯ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের তিনজন বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে ৫ জন বাংলাদেশি।

ব্যাটিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা

  • এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী), ৩ ম্যাচ ১৪৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৩ রান।
  • উসমান খান (চিটাগাং কিংস), ২ ম্যাচ ১৪১ রান, সর্বোচ্চ ১২৩ রান।
  • থিসারা পেরেরা (ঢাকা ক্যাপিটালস), ৩ ম্যাচ ১৪১ রান, সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান।
  • ইয়াসির আলী রাব্বি (দুর্বার রাজশাহী), ৩ ম্যাচ ১৩২ রান, সর্বোচ্চ অপরাজিত ৯৪ রান।
  • সাইফ হাসান (রংপুর রাইডার্স), ৩ ম্যাচ ১০৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৬২ রান।

বোলিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা

  • তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), ৩ ম্যাচ ১২ উইকেট, সেরা বোলিং ৭/১৯।
  • খুশদিল শাহ (রংপুর রাইডার্স), ৩ ম্যাচ ৭ উইকেট, সেরা বোলিং ৩/১৮।
  • নাহিদ রানা (রংপুর রাইডার্স), ৩ ম্যাচ ৬ উইকেট, সেরা বোলিং ৪/২৭।
  • আবু হায়দার রনি (খুলনা টাইগার্স), ২ ম্যাচ ৬ উইকেট, সেরা বোলিং ৪/৪৪।
  • অ্যালিস আল ইসলাম (চিটাগাং কিংস), ২ ম্যাচ ৫ উইকেট, সেরা বোলিং ৩/১৭।

প্রসঙ্গত, আগামী সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানে ৮ দিনে ছয় ম্যাচ ডেতে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ১৩ জানুয়ারি শেষ হবে এই ধাপ। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানেও ৮ দিনে ছয় ম্যাচ ডেতে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ২৩ জানুয়ারি শেষ হবে এই ধাপ।

এরপর আবার ঢাকায় আসবে বিপিএল। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ