spot_img

১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান সিপিবির

অবশ্যই পরুন

ক্ষমতা দীর্ঘায়িত হলে অপশক্তি সুযোগ নেয়ার চেষ্টা করবে উল্লেখ করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন নেতারা।

দলটির সভাপতি শাহ আলম বলেন, সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় জিনিসপত্রের দাম কমাতে না পারা ও নতুন করে ভ্যাট আরোপের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি।

সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অরাজনৈতিক শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত নয়। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও সংস্কারের স্পষ্ট ধারণা সরকারকে দিতে হবে।

সংবিধান প্রসঙ্গে দলটির নেতারা বলেন, একাত্তরের ঘাতকরা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে বাহাত্তরের সংবিধানকে কবর দিতে চায়। আমরা তা কখনো হতে দেব না। এই দেশে স্বৈরাচার ও যুদ্ধাপরাধী শক্তিকে আসতে দেব না।

সর্বশেষ সংবাদ

সংস্কারের কিছু যন্ত্রণা থাকে, পূঁজিবাজারেও সংস্কারের যন্ত্রণা সাময়িক সইতে হবে: অর্থ উপদেষ্টা

৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও এখনও ব্যতিক্রম শেয়ারবাজার। বৃদ্ধি তো দূরের কথা, উলটো কমছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ