spot_img

বার্সালোনা শিবিরে সুখবর, ফিরছেন ইয়ামাল

অবশ্যই পরুন

মাঠের পারফরর্মেন্সে ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। মাঠের বাইরেও নানান সমস্য লেগে আছে। এক সময়ের মাঠ কাঁপানো বার্সা এখন অনেকটা নিস্প্রভ। গেল বছরটা কোনো দিক থেকে ভালো যায়নি তাদের। নানান ঝামেলা নিয়েই নতুন বছরে পা রেখেছে ক্লাবটি। লামিন ইয়ামালের অনুশীলনে ফেরার মধ্য দিয়ে কাতালান ক্লাবটি পেল আনন্দের খবর।

ইনজুরিতে পড়ে লা লিগায় সবশেষ ম্যাচে মাঠে দেখা যায়নি ইয়ামালকে। এ নিয়ে দুশ্চিতার ঘোর কাজ করছিল বার্সালোনা শিবিরে। ধারণা করেছিল, তাকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠে পাচ্ছেন না ক্লাবটি। কিন্তু দ্রুততম সময়ে ইনজুরি কাটিয়ে তার আগেই মাঠে ফিরেছেন বার্সেলোনার এই উদীয়মান তারকা।

লা লিগায় লেগানেসের বিপক্ষে মাঠে নেমে খেলা শেষের আগেই মাঠ ছাড়েন ইয়ামাল। ১৬ ডিসেম্বর তার গোড়ালিতে চোট পেয়ে ইনজুরিতে পড়েন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করেছিলেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

চলতি জানুয়ারিতেই একটা শিরোপা জেতার সম্ভাবনা আছে বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপের খেলা এ মাসেই। গুরুত্বপূর্ণ এ ম্যাচগুলোতে ইয়ামালকে পাওয়া নিয়ে নানান শঙ্কা তৈরি হয়েছিল। নানান জল্পনা-কল্পনা শেষে তিনি ফিরেছেন অনুশীলনে। এতে অনেকটা স্বস্তিতে ফিরেছে ক্লাবের সতীর্থরা। দ্রুততম সময়ে অনুশীলনে ফেরায় আবারো মাঠে দেখা যাবে তাকে।

কাল শনিবার কোপা দেলরের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। মুখোমুখি হবে বারবাস্ত্রোর। তবে এই খেলায় ইয়ামালকে দেখা যাবে না। পুরোপুরি ইনজুরি কাটিয়ে ওঠতে আরো কিছুদিন লাগতে পারে।

বার্সেলোনার পরের ম্যাচ বুধবার। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে সার্সেলোনাকে। বুধবারের খেলায় লামিন ইয়ামালকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের মৌসুমটা দারুণ ছন্দে পার করছেন ইয়ামাল। পেয়েছেন একাধিক বর্ষসেরা তরুণের পুরস্কার। চলতি মৌসুমে ৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১১টি গোল। এবার ইনজুরি কাটিয়ে মাঠের চমক দেখার অপেক্ষা ফুটবল ভক্তদের।

সর্বশেষ সংবাদ

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ১৩০ জন। ভেঙ্গে পড়েছে সহস্রাধিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ