spot_img

ডেঙ্গুতে আরো একটি মুত্যুশূন্য দিন, হাসপাতালে ২৩

অবশ্যই পরুন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে কেউ মারা যায়নি। এ সময়ে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিভাগে চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটিতে সাতজন, দক্ষিণ সিটিতে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬০৬ জন।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

সংস্কারের কিছু যন্ত্রণা থাকে, পূঁজিবাজারেও সংস্কারের যন্ত্রণা সাময়িক সইতে হবে: অর্থ উপদেষ্টা

৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও এখনও ব্যতিক্রম শেয়ারবাজার। বৃদ্ধি তো দূরের কথা, উলটো কমছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ