spot_img

সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ডলার বিক্রির নির্দেশনা, না মানলে শাস্তি

অবশ্যই পরুন

ডলার কেনাবেচায় সর্বোচ্চ ১ টাকা স্প্রেড রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সার্কুলারে এ নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ডলার কেনার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে তা বিক্রি করতে পারবে। নির্দেশনা অমান্য করলে ব্যাংকগুলোকে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডলার লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকের ডিসপ্লে বোর্ডে ডলারের দর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে প্রতিদিনের ডলার দর ব্যাংকগুলোর ওয়েবসাইটের শীর্ষে প্রদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, প্রতিদিনের বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

সম্প্রতি ডলারের দর ১২৮ টাকায় পৌঁছে যায়, যা কয়েক মাসের স্থিতিশীলতার পর নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এ অবস্থায় ডলার বাজারকে স্থিতিশীল রাখতে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত পূরণে বাংলাদেশ ব্যাংক নতুন পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া ব্যাংকগুলোকে রেমিটেন্স কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২৩ টাকার বেশি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ডলারের দর বাজারভিত্তিক করার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ডলারের ‘রেফারেন্স রেট’ প্রকাশের পদ্ধতি চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ সংবাদ

দেশে ফিরলেন ভারতে থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশী...

এই বিভাগের অন্যান্য সংবাদ