spot_img

কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে বিআরটিএ’র বিশেষ নির্দেশনা

অবশ্যই পরুন

কুয়াশায় নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করতে চালক ও মালিকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিআরটিএ’র ফেসবুক পেইজে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় গতি নিয়ন্ত্রণ করে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হবে।

গাড়ির হেডলাইট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়, কুয়াশায় ‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালানো উচিত। কারণ ‘হাই-বিম বা আপার’ জ্বালালে আলো প্রতিফলিত হয়ে কুয়াশাকে আরও ঘন মনে হয়, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

বিআরটিএ আরও জানিয়েছে,
– কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে লেন পরিবর্তন বা ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে।
– বাঁক নেওয়ার আগে দেখা না গেলে প্রয়োজনে হর্ন বাজিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
– ঘন কুয়াশার কারণে যদি একেবারেই কিছু দেখা না যায়, তাহলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে।

কুয়াশার সময় সড়কে দুর্ঘটনা রোধে এসব সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সর্বশেষ সংবাদ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু

নেপালের সীমান্তবর্তী এলাকা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ