spot_img

আরও এক সুখবর দিলেন অভিনেতা দেব

অবশ্যই পরুন

সময়টা বেশ ভালোই কাটছে টালিউড তারকা দেবের। ২০২৪ সালের শেষ দিকে মুক্তি পায় তার অভিনীত ‘খাদান’ সিনেমা। ব্লকবাস্টার সিনেমাটির সাফল্য ও প্রশংসার জোয়ার শেষ না হতেই বছরের শুরুতে ঘোষণা দিলেন ‘রঘু ডাকাত’ সিনেমার। তবে এখানেই থেমে থাকেননি। আরও একটি সিনেমার ঘোষণা দিয়েছেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে টালি তারকা জানালেন―নতুন বছরই আসছে ‘প্রজাপতি ২’ সিনেমা। অতনু রায় চৌধুরী, দেব ও অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ মুক্তির কথা ছিল এবার। কিন্তু সেই সিনেমা-ই নাম পরিবর্তন হয়ে ‘প্রজাপতি ২’ নামে আসছে।

জানা গেছে, এটি আগের সিনেমার সিক্যুয়েল। সেই ধারাবাহিকতায় সিনেমাটিতে দেবের বাবার চরিত্রে এবারও দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তবে বাকিসব চরিত্রে কে কে থাকছেন তা নিয়ে এখনো কিছু জানাননি দেব।

এর আগে গত আগস্টে সিনেমাটির ঘোষণা দেয়া হয়। তখন জানানো হয় এতে বাংলাদেশের পরিচিত মুখ অভিনেত্রী তাসনিয়া ফারিণও থাকবেন। যদিও এ নিয়ে পরবর্তীতে আর কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই পাকিস্তান

অবিশ্বাস্য কিছু না হলে দক্ষিণ আফ্রিকার জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রথম ইনিংসের পরই। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে পাকিস্তান...

এই বিভাগের অন্যান্য সংবাদ