spot_img

‘টেসলার সাইবার ট্রাক দাহ্য পদার্থে বোঝাই ছিল’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিস্ফোরিত হওয়া টেসলার সাইবার ট্রাক নানা ধরনের দাহ্য পদার্থে বোঝাই ছিল। এমনটা জানিয়েছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এপির।

তদন্ত কর্মকর্তারা জানান, লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে আতশবাজি-বিস্ফোরকে ভর্তি সাইবার ট্রাকের ভেতরে থাকা ব্যক্তি বিস্ফোরণের ঠিক আগে নিজের মাথায় গুলি করে। গাড়িটিতে আতশবাজী, বিস্ফোরক, গ্যাস ক্যানিস্টারের মতো দাহ্য পদার্থ রাখা ছিল।

ধারণা করা হচ্ছে, সেগুলোর বিস্ফোরণেই এই দুর্ঘটনা হয়েছে। এসব বিস্ফোরক নাশকতা নাকি থার্টিফাস্ট উদযাপনের উদ্দেশ্যে রাখা হয়েছে, সে বিষয় জানতে এখনও তদন্ত চলছে।

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও সাতজন।

সর্বশেষ সংবাদ

রাশমিকার সঙ্গে বিজয়ের প্রেম ভেঙে খানখান!

দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ