spot_img

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করেন নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আজ আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

তিনি আরও বলেন, এই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই রায় ও আদেশে রাস্ট্রপক্ষ সন্তুষ্ট।

সর্বশেষ সংবাদ

সিগন্যাল চ্যাটে ইয়েমেনে হামলার তথ্য প্রকাশ করেছিলেন পেন্টাগন প্রধান হেগসেথ

বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘সিগন্যাল’। এই অ্যাপে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার ‘অতি গোপনীয়’ তথ্য প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ