spot_img

রাবিতে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ ২ প্রো-ভিসি

অবশ্যই পরুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ভেতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের দু’প্রো-ভিসি। তবে ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব এখনো দফতরে আসেননি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে তালা দিলে তারা ভেতরেই অবস্থান করে। প্রো-ভিসিরা হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন)।

শিক্ষার্থীদের দাবি, পোষ্য কোটা বাতিল, জুলাই বিপ্লবে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও আওয়ামী লীগের দোসর দু’শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ এনে ভিসি ও রেজিস্ট্রারকে গণক্ষমা চাইতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমি যে ভেতরে আটকা পড়ে আছি তেমনটা নয়। আমি আমার অফিসের কার্যক্রমগুলো পরিচালনা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে কোনো একটা আন্দোলন গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিৎ। কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করে কোনো আন্দোলন করা ঠিক না।’

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ