spot_img

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

দেশের কয়েকটি বিভাগে চলতি মাসে একাধিকবার শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে জানুয়ারিতে শীতের তীব্রতা বেশি থাকবে। তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আজ বুধবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমলেও বুধবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগে শীতের অনুভূতি বাড়বে। এরপর ধীরে ধীরে শীত দেশের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে।

আগামী কয়েকদিন কুয়াশার বিস্তার এবং হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়বে। পুরো জানুয়ারি জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আজ বুধবার সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। ঘন কুয়াশার কারণে বিমান, নদী পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা আরও বাড়বে। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ