spot_img

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবারো কাতার সফরে

অবশ্যই পরুন

আবারো কাতার সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি বছর এ নিয়ে চতুর্থবার কাতার সফরে গেলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্ষমতায় আসার পর ২০১৫, ২০১৬ ও ২০২৪ সালে কাতার সফর করেছিলেন।

এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে এবং ২০২৩ সালের ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে মোদি ও শেখ মুহম্মদ বিন আবদুর রহমান আল থানির সাক্ষাৎ হয়েছিল।

কাতার একাই ভারতে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় ৫০ শতাংশ এবং এলপিজির প্রায় ৩০ শতাংশ রফতানি করে।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও মজবুত।

এদিকে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ইউরোপ ও মধ্যপ্রাচ্য অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প আগামীদিনে কী অবস্থান নেবেন, ইরানের উপর নিষেধাজ্ঞা দেবেন কী-না সে নিয়েও প্রশ্ন রয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর বেশ উল্লেখযোগ্য বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

জয়শঙ্কর ৩০ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত কাতারে থাকবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে বৈঠক করবেন এস জয়শঙ্কর।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

আমার স্বপ্ন সৌদি আরবের ফুটবলের উন্নতি : রোনাল্ডো

সৌদি পেশাদার লিগ আল নাসরে দু’বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে যা...

এই বিভাগের অন্যান্য সংবাদ