spot_img

ছাত্রশিবিরকে চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা সম্বোধন করে যা বললেন সারজিস আলম

অবশ্যই পরুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আজকের সমাবেশে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা এ চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে এমন অনেকে রয়েছে, অনেক ব্যক্তি-অনেক গোষ্ঠী, তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও যোগাযোগ করে উঠতে পারিনি।’

‘কিন্তু আজকে আমার সামনে যারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা তার পোটেনশিয়াল থ্রেট মনে করে যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরাপরাধ মানুষকে, আলেম-ওলামাকে শুধুমাত্র তার পোটেনশিয়াল থ্রেট মনে করার কারণে হত্যা করেছে।’

একইসাথে ছাত্রশিবিরকে ‘যেভাবে শেখ হাসিনা রিপ্রেজেন্টে করতে চেয়েছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না’ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল

দক্ষিণ কোরিয়া ইস্যুতে সিউলে যখন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তখনই যেন শক্তিমত্তার জানান দিতে মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। এক প্রতিবেদনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ