spot_img

সীমান্ত রক্ষায় ভারতকে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

ভারতের হুংকারের প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। তিনি জানান, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত রক্ষায় তারা পিছপা হবে না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, মিয়ানমার সংলগ্ন বাংলাদেশের সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই। তবে, আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। বর্তমানে শঙ্কার কোনো কারণ নেই।

এসময় সীমান্ত রক্ষায় সৈনিকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে কোনভাবেই পিঠ দেখা‌নো যাবে না।

বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, সরকার সজাগ এবং সেন্টমার্টিনে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পেছনে খাসিয়া সম্প্রদায়ের দুই প্রান্তের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে। গতকাল সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ