বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে আছে বড় যুদ্ধ। দেশের মানুষের পাশে থাকার চেষ্টাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা মাঠে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর পরিবারের জন্য আমরা বিএনপি পরিবারের উদ্যোগে নবনির্মিত বাড়ির চাবি এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, বিএনপি একা নয়, সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আন্দোলনে অনেক মানুষ আত্মহুতি দিয়েছে। এখন সময় নতুনভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার।
তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার সব কিছু হরণ করেছিল শেখ হাসিনা। গোলাম রব্বানী প্রতিবাদ করায় তাকে প্রাণ দিতে হয়।
দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুষ্ঠু ভোট হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন দেশের জন্য, জনগণের জন্য।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারকে এ সময় আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।