spot_img

অভিনব পেশায় বর্ষসেরা কোটিপতি টেলর

অবশ্যই পরুন

ফেসবুক পোস্টে কতোজন কতো কিছু লেখেন। যেমন কেউ লেখলেন, ‘আজ আমি মা হয়েছি, আপনারা আমার সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখুন’। দেখা গেলো অনেকে অনেক নাম দেন। ৩৩ বছর বয়সি নিউইয়র্কের বাসিন্দা টেলরের কাজই হলো নবজাত শিশুর নাম দেওয়া। এটাই পেশা। বিনিময়ে সম্মানী চান। পানও। শুধু নামকরণ করার জন্য তিনি নেন ১৮০০ ডলার পর্যন্ত! টেলরের কাছে আসেন হাজার হাজার অভিভাবক, সন্তানের জন্য একেবারে ইউনিক এবং যথাযথ নাম খোঁজার আশায়।

এই অদ্ভুত পেশায় যুক্ত হন তিনি ২০১৫ সালে। নিজের হাতে বানানো নামের তালিকা নিয়ে ইনস্টাগ্রামে শুরু করেন তার পথচলা। প্রথম দিকে ফলোয়ার সংখ্যা ছিল বেশ কম, তবে ক্রমশ তার পোস্ট করা অভিনব নামগুলো নজর কাড়তে শুরু করে।

অভিভাবকরা তার সঙ্গে যোগাযোগ করে, তাদের সন্তানদের জন্য একদম মানানসই নাম চেয়ে পরামর্শ নিতে শুরু করেন। টেলর জানান, ২০২২ সালে তিনি ১০০টিরও বেশি বাচ্চার নাম ঠিক করে দিয়েছেন। এবছরও একইরকম। দিন দিন বাড়ছে তার নাম রাখা ও আয়।

সবশেষ নাম রেখে সম্মানী নিয়েছেন দুই লাখ ডলার। ফোর্বসসহ অনেক গণমাধ্যম এরিমধ্যে তাকে নিয়ে বিশেষ স্টোরি করেছে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে ১৯ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৯ হাজার ৫৪১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ