spot_img

মেলবোর্নে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

খেলার সমীকরণটা বদলে দিতে চেয়েছিলো সফরকারী ভারত। চা–বিরতি পর্যন্তও স্বস্তিতে ছিলো তারা। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ১১২। দ্বিতীয় সেশন সামলে নেন যশস্বী জয়সোয়াল–ঋষভ পন্ত। ৭৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চোখেমুখে হতাশাটা স্পষ্টভাবে ফুটিয়ে তুলছিলেন তারা। কিন্তু চা–বিরতির পর শেষ সেশনে সেই অস্ট্রেলিয়াই ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা নিজেদের করে নিলো!

পার্ট–টাইম স্পিনার ট্রাভিস হেডকে শেষ সেশনে নিয়ে এসে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শেষ সেশনে পঞ্চম ওভারে সেই হেডেরই খাটো লেংথের বল অফ স্ট্যাম্পের বাইরে থেকে টেনে ছক্কা মারতে গিয়ে আউট পন্ত। ১০৪ বলে তার ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিও ভাঙায় খুলে যায় দুয়ার।

১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট। সফরকারীদের ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নেয় কামিন্সের দল। মেলবোর্নে এই জয়ে বর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।

পন্ত আউট হওয়ার তিন ওভার পরই মাত্র সাত বলের মধ্যে আরও ২টি উইকেট হারায় ভারত। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে আরও ৩ উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে। তবু আশা টিকে ছিলো জয়সোয়ালে।

২০৮ বলে ৮৪ রান করা সেই ‘ঋষি’কে ফিরতে হয়েছে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলার আলোচিত এক সিদ্ধান্তে। প্রযুক্তিকে তোয়াক্কা না করে শরফুদ্দৌলার সেই আউট ঘোষণা তখনই আলোচনার জন্ম দেয়। ওদিকে অস্ট্রেলিয়া মাঠে জয়ের সুবাস পেয়ে ফিল্ডারদের দিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ফেলে চেপে ধরে।

১৭ বল খেলা আকাশ দীপ বোল্যান্ডের বলে সেই চাপেই ফেঁসেছেন শর্ট লেগে হেডকে ক্যাচ দিয়ে। এক ওভার পর বুমরাও (৮ বলে ০) ফেরেন স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে। ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নেন, সেই বোল্যান্ডের বলেই!

সে সময় এবং তার আগে লায়ন বোলিংয়ে আসা মাত্রই সব ফিল্ডারকে দুই পাশেই ছাতার মতো সাজিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ধরে অস্ট্রেলিয়া। তবে শেষ উইকেট মোহাম্মদ সিরাজ ক্রিজের আশপাশে ক্যাচ দেননি। ৭৯.১ ওভারে লায়নের বলে এলবিডব্লু হন।

৯ উইকেটে ২২৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় ওভারেই লায়নকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে ২৩৪ রানে অলআউটের পাশাপাশি ৫ উইকেটও নেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। এরপর জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম সেশনেই ৩৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ৪০ বলে ৯ রান করা রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে (০) ফেরান কামিন্স। ২৯ বলে ৫ রান করা কোহলিকে আবারও কল্পিত ফোর্থ–ফিফথ স্ট্যাম্পে স্লিপে ক্যাচ বানান আরেক পেসার মিচেল স্টার্ক।

এরপর চতুর্থ উইকেটে ১২৭ বলে ৮৮ রানের জুটি গড়ার পাশাপাশি দ্বিতীয় সেশনে জমাট ব্যাটিং করেন পন্ত ও জয়সোয়াল। শেষ সেশনে ২৫.১ ওভারে ৪৩ রানে বাকি ৭ উইকেট হারিয়েছে ভারত।
এর মধ্যে জয়সোয়ালের আউটটি নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে। অস্ট্রেলিয়ার জয় ও ভারতের ড্রয়ের আশায় নির্ধারক হতে একমাত্র তিনিই দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। ৭০.৫ ওভারে কামিন্সের বাউন্সার পুল করার চেষ্টা করেছিলেন জয়সোয়াল। শুরুতে মনে হয়েছিল বল ব্যাটে কিংবা গ্লাভসে লাগেনি। কামিন্সদের আবেদনে মাঠের আম্পায়ারও তাই সাড়া দেননি।

কামিন্স রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলাও স্নিকোতে বল ব্যাটে কিংবা গ্লাভসে লাগার ‘লাইন’ উঠতে দেখেননি। কিন্তু খুব কাছ থেকে নেওয়া ভিডিওতে স্পষ্ট বোঝা গেছে, বল ব্যাটের কানা ও গ্লাভসে লেগে গতিপথ পাল্টেছে। শরফুদ্দৌলা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সোয়ালকে আউট ঘোষণা করেন। তাতে সন্তুষ্ট হতে পারেননি এই বাঁহাতি। মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্কও করেন। তবে ধারাভাষ্যকারেরা শরফুদ্দৌলার সিদ্ধান্তকে সাহসী বলেছেন এবং সন্তুষ্টিও প্রকাশ করেন।

রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির এই ম্যাচে অজিদের হয়ে ৩টি করে উইকেট নেন কামিন্স ও বোল্যান্ড। ম্যাচসেরাও হয়েছেন কামিন্স।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১, খাজা ২১; বুমরা ৫/৫৭, সিরাজ ৩/৭০, জাদেজা ১/৩৩)।

ভারত: ৩৬৯ ও ৭৯.১ ওভারে ১৫৫ (জয়সোয়াল ৮৪, পন্ত ৩০, রোহিত ৯, আকাশ ৭; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯, লায়ন ২/৩৭, হেড ১/১৪, স্টার্ক ১/২৫)

ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী।

ম্যাচসেরা: প্যাট কামিন্স

সিরিজ: পাঁচ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে এগিয়ে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ