spot_img

আমি তো ট্রল কুইন: ইমন চক্রবর্তী

অবশ্যই পরুন

কখনও পেশা, কখনও আবার পরিবার। প্রকাশ্যেই চলতে থাকে নানা চর্চা। তাই নিজেকে ট্রোলিং চর্চা থেকে দূরে রাখতে কী করেছিলেন ইমন চক্রবর্তী?

ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। কখনও পেশা, কখনও আবার পরিবার। এই গায়িকাকে নিয়ে প্রকাশ্যেই চলতে থাকে নানা চর্চা। নিজেকে ট্রোলিং চর্চা থেকে দূরে রাখতে কী করেছিলেন ইমন চক্রবর্তী?

সম্প্রতি, ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে এমনই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন শিল্পী ইমন চক্রবর্তী। শুধু তাই নয়, যে কারণে মোবাইল থেকে ফেসবুক অ্যাপটাও নাকি ডিলিট করে দিয়েছেন তিনি।

ভক্তরা তাঁকে ভালোবাসেন। তাই জীবনের বহু মুহূর্ত জানতেও মুখিয়ে থাকেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় একাধিকবার ভাগ করে দেখেছেন ইমন। বরং, হিতে বিপরীত হয়েছে। কারণ, একটা কিছু শেয়ার করার পর খুব স্বাভাবিকভাবেই কমেন্টগুলো পড়তে ইচ্ছে করে তাঁর। তাই সেখানে নজর রাখতেই চোখে পড়ল একাধিক নেগেটিভ কমেন্ট। এতটাই ট্রলিং হয় বিভিন্ন কারণে, তাই নিজেকে ‘ট্রল কুইন’ বলেও উল্লেখ করেছেন ইমন।

শিল্পীর কথায়, ‘কিছু মানুষ আছেন যাঁরা আমার পোস্টে এসে হাবিজাবি কমেন্ট করতে থাকেন। কিছুই বাদ যায় না সেখানে। বাবা-মা তুলে খারাপ কথা বলা থেকে শুরু করে, আমি কী শাড়ি পড়েছি, সেই আঁচলটা কতটা ঠিকঠাক রয়েছে। এমনকী, পরিবার-পরিজন তুলে কথা বলতেও কেউ ছাড়েন না।’ তাই কিছু সময় এই ধরনের ঘটনা দেখে খুব খারাপ লাগে তাঁর।

তাই সকলের উদ্দেশে ইমন বলেন, ‘কেউ কেউ হয়তো আমাকে অহংকারী ভাবতে পারেন, তবে একটা কথা বলতে চাই, আমি আমার কাজ করে চলেছি। যাঁদেরকে ট্রোল করা হচ্ছে তাঁরা সকলেই নিজেদের কাজ করছেন, এগিয়েও যাচ্ছেন। আর এঁরা বাড়িতে বসে ট্রল করে যাচ্ছেন। এটাকে কেউ অহংকার হিসেবে ধরবেন না, দিনের শেষে এই মানুষগুলো কিন্তু অন্ধকারে, আমরা আলোতে।’

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ