spot_img

ফের অস্ত্রোপচার নেতানিয়াহুর, পেছালো দুর্নীতি মামলার শুনানি

অবশ্যই পরুন

শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করার কথা জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

স্থানীয় বার্তাসংস্থা জানায়, রোববার প্রোস্টেট সার্জারি হওয়ার কথা নেতানিয়াহুর। তাই পূর্বেই শুনানি পেছাতে জেরুজালেম জেলা আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। শারীরিক জটিলতা বিবেচনায় নেতানিয়াহুর আবেদন মঞ্জুর করেছে আদালত। পরবর্তী সপ্তাহে নেয়া হয়েছে শুনানির তারিখ।

প্রোস্টেট টিউমারে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন। পরিস্থিতি বিবেচনায় এবার অপসারন করা হচ্ছে সেটি।

এর আগে, গত মার্চেও অস্ত্রোপচারের ছুরির নিচে বসতে হয় তাকে। সেবার তার হার্নিয়ায় অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ

শেখ হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। এরপর তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ